ক্যালামাইন লোশন কি? ক্যালামাইন লোশন (Calamine lotion) হলো এমন ওষুধ যা হালকা চুলকানির (Mild itching) জন্য বাহ্যিকভাবে ব্যবহার করা হয়। দাদ, চুলকানি, বিভিন্ন পোকামাকড়ের কামড়, চিকেনপক্স এবং ত্বকের শুষ্কতা দূর করা সহ নানাবিধ সমস্যার সহজ সমাধান হিসেবে ক্যালামাইন লোশন বেশ উপকারী ভূমিকা পালন করে থাকে।  

ক্যালামাইন লোশন ওভার দ্যা কাউন্টার (OTC– over the counter) মেডিসিনের অন্তর্ভুক্ত। অর্থাৎ এটি ব্যবহার করার জন্য ডাক্তারের নির্দেশনা গ্রহণের প্রয়োজন পড়ে না। তবে ব্যবহারের সঠিক নিয়ম এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরী। আজকের অনুচ্ছেদে ক্যালামাইন লোশনের ব্যবহারবিধি এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

ক্যালামাইন লোশন কি? (Calamine Lotion Bangla)

ক্যালামাইন, যা ক্যালামাইন লোশন নামেও পরিচিত, এটি একটি ওষুধ যা হালকা চুলকানির (mild itching) চিকিৎসায় ব্যবহৃত হয়। সাধারণত ক্যালামাইন খনিজ থেকে তৈরি। এটি রোদে পোড়া, পোকামাকড়ের কামড়, পোড়া দাগে, শুষ্ক ত্বকে এবং অন্যান্য হালকা বা কম প্রদাহের জন্য ত্বকে ব্যবহৃত হয়। এটি ক্রিম বা লোশন হিসাবে ত্বকে প্রয়োগ করা হয়।

ক্যালামাইন লোশন (Calamine Lotion) এর কাজ কি?

ত্বকের বিভিন্ন সমস্যায় ক্যালামাইন লোশন ব্যবহার করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ব্যবহার নিচে সংক্ষেপে তুলে ধরা হলোঃ (cleveland clinic, 2022) 

ছাড়পোকার কামড় 

পোকামাকড়ের কামড়ে ক্যালামাইন লোশন বেশ কার্যকরী ভূমিকা রাখে। বিশেষ করে ছাড়পোকা কামড়ের লক্ষণগুলি নির্মুল না হওয়া পর্যন্ত দিনে কয়েকবার ক্যালামাইন লোশন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। 

চিকেনপক্স 

চিকেনপক্সের উপসর্গগুলি উপশম করতে ক্যালামাইন লোশন ব্যবহার করা যেতে পারে। সেই সাথে এতে ত্বকের ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। 

দাদ 

এটি একটি ভাইরাস জনিত সমস্যা যার জন্য অ্যান্টিভাইরাল ওষুধের পাশাপাশি ক্যালামাইন লোশন বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারে। আক্রান্ত স্থানে পরিমাণমতো লোশন দিনে কয়েকবার ব্যবহার করতে হবে।  

সাঁতারের চুলকানি (Swimmer’s itch) 

পরজীবী যুক্ত পানিতে সাঁতার কাটার ফলে ত্বকে একধরনের র‍্যাশ (Rash) ও চুলকানি হয় যাকে Swimmer’s itch বলে। এক্ষেত্রে ক্যালামাইন লোশন আক্রান্ত স্থানের ত্বকে বাহ্যিকভাবে ব্যবহার করার মাধ্যমে বেশ উপকার পাওয়া যায়। 

হিট র‍্যাশ (Heat rash)

হিট র‌্যাশের জন্যও ক্যালামাইন লোশন ব্যবহার করা যায়। এই ফুসকুড়ি ত্বকের নিচে আটকে পড়া ঘাম থেকে হয় এবং সাধারণত শরীরের ঢেকে থাকা অংশে বেশি হয়। 

স্ক্যাবিস (Scabies) 

স্ক্যাবিসের চুলকানি কমানোর জন্য ক্যালামাইন লোশন ব্যবহার করা যায়। এটি স্ক্যাবিসের উপসর্গগুলো উপশম করতে সাহায্য করে তবে জীবাণুকে মেরে ফেলতে পারে না। 

চিগার কামড় (Chigger bite) 

চিগার একধরনের জীবাণু যা মানুষের ত্বকে জন্মায়। এদের কামড়ের কারণে ত্বকে জ্বালাপোড়া এবং চুলকানি হতে পারে। চুলকানি উপশম করতে ক্যালামাইন লোশন প্রয়োগ করলে বেশ উপকার পাওয়া যাবে। 

পোড়া দাগে 

শরীরের কোনো স্থানে সামান্য পুড়ে গেলে অথবা অতিরিক্ত সূর্যের তাপের ফলে ত্বকে সৃষ্ট পোড়া দাগ দূর করতে ক্যালামাইন লোশন ব্যবহার করা উপকারী হতে পারে।  

ত্বকের যত্নে ক্যালামাইন লোশনের ভুমিকা

পোকামাকড়ের কামড় বা পোড়া দাগ নির্মুলের মতোই ত্বকের যত্নে ক্যালামাইন লোশনের ভূমিকা অপরিসীম। বিশেষ করে ব্রণ হলে সেই স্থানে ক্যালামাইন লোশন ব্যবহার করলে দ্রুত ব্রণ সারিয়ে তুলতে সাহায্য করে। সেই সাথে ব্রণের ফলে ত্বকে দাগ সৃষ্টি হওয়ার প্রবণতা হ্রাস করে থাকে। 

 

ত্বকের যত্নে ক্যালামাইন লোশনের ভূমিকা

 

এছাড়াও ত্বকের আদ্রর্তা ঠিক রাখা, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, মেকআপ বেস হিসেবে ব্যবহার করা সহ রোদ থেকে ত্বকের সুরক্ষার জন্য ক্যালামাইন লোশন ব্যবহার করা যেতে পারে। তবে সানস্ক্রিনের পরিবর্তে ক্যালামাইন লোশন ব্যবহার করা যাবে না।‌

ক্যালামাইন লোশন কীভাবে কাজ করে?

ক্যালামাইন লোশন হলো জিঙ্ক অক্সাইড এবং ৫% আয়রন (ফেরিক) অক্সাইডের সংমিশ্রণ। জিঙ্ক অক্সাইড ত্বক রক্ষাকারী ও প্রশান্তিদায়ক এজেন্ট হিসাবে কাজ করে। আর ফেরিক অক্সাইড ক্যালামাইন লোশনকে তার বিখ্যাত গোলাপী রঙ দেয়। এছাড়াও ক্যালামাইন লোশনে যেসব নিষ্ক্রিয় উপাদান থাকে তা হলোঃ 

  • বিশুদ্ধ পানি 
  • গ্লিসারিন 
  • ক্যালসিয়াম হাইড্রক্সাইড 
  • বেন্টোনাইট ম্যাগমা ইত্যাদি 

ক্যালামাইন লোশন ব্যবহারের নিয়ম

  • প্রথমে আক্রান্ত স্থান ভালোভাবে সাবান ও পানি দিয়ে ধুয়ে নিতে হবে। (MILLER, 2021)  
  • ক্যালামাইন লোশন ব্যবহার করার আগে বোতল ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে।
  • একটি তুলোর বল লোশন ভিজিয়ে আর্দ্র করতে হবে। 
  • তুলোর বল দিয়ে আক্রান্ত ত্বকের জায়গায় লোশন লাগাতে হবে এবং ত্বকে লোশন শুকাতে হবে। 
  • প্রয়োজনে একই পদ্ধতি পুনরাবৃত্তি করতে পারেন। 

ক্যালামাইন লোশন কোথায় ব্যবহার করা যাবে?

ক্যালামাইন লোশন শুধুমাত্র দেহের বাহ্যিক ব্যবহারের জন্য।

ক্যালামাইন লোশন যেসব জায়গায় ব্যবহার করা উচিত নয়

  • ক্যালামাইন লোশন খাওয়া যাবে না। 
  • চোখের উপর সাবধানতার সাথে ব্যবহার করতে হবে যেন চোখের ভেতরে ঢুকে না যায়।  
  • নাক, মুখ, পায়ুপথ ও যৌনাঙ্গের ভেতরে ব্যবহার করা যাবে না। 

ক্যালামাইন লোশনের পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণত ক্যালামাইন লোশন ব্যবহার করার ফলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তবে কারো কারো বেলায় কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। যেমনঃ

  • ত্বকে জ্বালাপোড়া অনুভব
  • ত্বক লাল হয়ে যায় ও ফুলে যায় 
  • ত্বকে ফোস্কা হওয়া 
  • মাথা ঘোরানো   
  • মুখ ও গলা ফুলে যাওয়া
  • শরীরে এলার্জি দেখা দেওয়া 

ক্যালামাইন লোশন ব্যবহার করার ফলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে লোশন ব্যবহার বন্ধ রাখতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। 

গর্ভবতী নারী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ক্যালামাইন লোশনের ব্যবহার

গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ক্যালামাইন লোশন বাহ্যিকভাবে ত্বকে ব্যবহার করার ফলে সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে গবেষকরা একদম সুনিশ্চিত ভাবে কিছু বলেনি। আর তাই গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ক্যালামাইন লোশন ব্যবহার করার পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উত্তম। 

কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে

ক্যালামাইন লোশন একটি ওটিসি ড্রাগ যা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যায়। তবে কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত মাত্রায় বা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করা উচিত নয়। কারণ এতে দেহের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। নিচে উল্লেখিত ক্ষেত্রগুলোতে অনতিবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যেমনঃ 

  • যদি লক্ষণগুলো ৭ দিনের বেশি স্থায়ী হয় 
  • লক্ষণগুলি যদি বারবার দেখা দেয় 
  • ক্যালামাইন লোশন ব্যবহার করার ফলে যদি অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয় 
  • লোশন গিলে ফেলা অথবা চোখের ভেতরে যাওয়া। 

দুই বছরের কম বয়সী শিশুদের জন্য ত্বকে ক্যালামাইন লোশন ব্যবহার করার জন্য শিশু রোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে। আর দুই বছরের অধিক বয়সী বাচ্চাদের জন্য দিনে সর্বোচ্চ ৪ বারের বেশি ক্যালামাইন লোশন ব্যবহার করা উচিত নয়। 

 References

cleveland clinic. (2022, June 06). Calamine Lotion. Retrieved from cleveland clinic: https://my.clevelandclinic.org/health/drugs/23338-calamine-lotion

MILLER, K. (2021, July 10). When and How to Use Calamine Lotion for Itchy Skin, According to Dermatologists. Retrieved from Prevention: https://www.prevention.com/health/a36330219/calamine-lotion-uses/

Last Updated on December 18, 2023