এন্টিহিস্টামিন গোত্রের একটি ওষুধ হলো সেটিরিজিন (Cetirizine) যা মূলত এলার্জি নিরাময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি খুব সহজলভ্য একটি ওষুধ তবে এর কার্যকারিতা বেশ প্রশংসনীয়। সেটিরিজিন ওষুধটি সেবন করার পরবর্তী এক ঘন্টার মধ্যে ওষুধের কার্যকারিতা লক্ষ্য করা যায়। 

উপকারিতার পাশাপাশি সেটিরিজিনের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এই অনুচ্ছেদে সেটিরিজিন ট্যাবলেট খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও আমাদের দেশে এই ওষুধটি কি নামে কিনতে পাওয়া যায় সেই সম্পর্কে জানতে শেষ পর্যন্ত পড়তে থাকুন। 

সেটিরিজিন কিসের ওষুধ? কেন এটি ব্যবহার করা হয়? 

এক কথায় বলতে গেলে সেটিরিজিন হলো এলার্জির ওষুধ। এই‌ পর্যায়ে এলার্জি বিষয়ে একটু জ্ঞান থাকার প্রয়োজন পড়বে। রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে শরীরকে সুস্থ রাখার জন্য মানুষের শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। শরীরে রোগ জীবাণু প্রবেশ করলে তখন ইমিউন সিস্টেম এন্টিবডি তৈরি করে তথা প্রতিক্রিয়া দেখায়। তবে কখনো কখনো ইমিউন সিস্টেম শরীরের জন্য ক্ষতিকর নয় এমন উপাদানের বিরুদ্ধে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায় যাকে এলার্জি বলা হয়। 

ধুলাবালি, পরাগ রেণু, পোষাপ্রাণীর পশম, ডাস্ট মাইট ইত্যাদির প্রভাবে এলার্জি হয়ে থাকে। আবার কারো কারো ক্ষেত্রে কিছু কিছু খাবার (বেগুন, পুঁইশাক, ইলিশ মাছ, গরুর মাংস, চিংড়ি মাছ, ডিম, দুধ ইত্যাদি) খেলে এলার্জি দেখা যায়। এই উপাদান গুলোকে এলার্জেন বলা‌ হয়। এলার্জেন ত্বকের সংস্পর্শে লাগলে, শ্বাস গ্রহণের মাধ্যমে অথবা খাওয়ার ফলে শরীরে প্রবেশ করলে ইমিউন সিস্টেম প্রতিক্রিয়া হিসেবে হিস্টামিন তৈরি করে যার প্রভাবে এলার্জির লক্ষণ দেখা যায়। 

এলার্জির লক্ষণ হলো ঘন‌ ঘন হাঁচি হওয়া, নাক ও চোখ থেকে পানি পড়া, চামড়ায় চাকা চাকা হয়ে ফুলে উঠা, ত্বকে র‍্যাশ হওয়া, চুলকানি, ঠোট ও মুখমণ্ডল ফুলে যাওয়া, শ্বাসকষ্ট ইত্যাদি। 

সেটিরিজিন হলো এন্টিহিস্টামিন ওষুধ যা হিস্টামিন নিয়ন্ত্রণ করে থাকে। এন্টি দ্বারা বিরুদ্ধ বোঝানো হয়। এন্টিহিস্টামিন অর্থ হলো এমন ওষুধ যা শরীরের হিস্টামিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। সেটিরিজিন ট্যাবলেট খাওয়ার ফলে এলার্জির লক্ষণ কমে যায়।

এলার্জি নিরাময়ের প্রাকৃতিক উপায় সম্পর্কে জানতে এই অনুচ্ছেদটি পড়ুন। 

সেটিরিজিন ট্যাবলেটের ডোজ এবং খাওয়ার নিয়ম 

cetirizine tablet doze

  • সেটিরিজিন ওষুধটি ১০ মিলিগ্রাম মাত্রায় ট্যাবলেট আকারে পাওয়া যায়। প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ওষুধ সেবনের মাত্রা হলো দিনে ১০ মিলিগ্রাম ট্যাবলেট একবার সেবন করা। ১২ বছরের কম বয়সীদের জন্য ৫ মিলিগ্রাম মাত্রায় দিনে ২ বার সেটিরিজিন সেবন করতে হবে। ৫ মিলিগ্রাম পরিমাণে ট্যাবলেট ওষুধ পাওয়া না গেলে সিরাপ জাতীয় ওষুধ খাওয়াতে হবে। সিরাপের ক্ষেত্রে সাধারণত এক মিলিলিটারে এক মিলিগ্রাম অনুপাতে সেটিরিজিন থাকে। (National Health Service, UK, 2021) 

৬ বছরের কম বয়সী শিশুদের জন্য আরো কম মাত্রায় ওষুধ দিতে হবে যার জন্য একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

  • খালিপেটে অথবা ভরাপেটে যেকোনো সময় সেটিরিজিন খাওয়া যাবে। ট্যাবলেট ওষুধ চিবিয়ে না খেয়ে বরং সরাসরি পানি বা দুধ সহযোগে গিলে খেতে হবে।  
  • প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এলার্জির লক্ষণ দেখা দিলে সাথে সাথে একটি ১০ মিলিগ্রাম ট্যাবলেট খেতে হবে। আর ১২ বছরের কম বয়সীদের জন্য দিনে ২ বার ওষুধ সেবনের মধ্যবর্তী সময়ের দূরত্ব ১০ থেকে ১২ ঘন্টা হতে হবে। কখনোই অতিরিক্ত পরিমাণে ওষুধ সেবন যাবে না। অর্থাৎ দুই ডোজ ওষুধ একবারে খাওয়া থেকে বিরত থাকতে হবে।  
  • সেটিরিজিন সেবনের আদর্শ সময় হলো রাত। কারণ সেটিরিজিন খেলে ঘুম ঘুম ভাব হয় আর রাত হলো ঘুমানোর সময়। পক্ষান্তরে দিনের বেলায় সেবন করলে দিনে ঘুম ঘুম ভাবের জন্য কাজের ব্যাঘাত ঘটে থাকে। তবে দিনে সেবন করা যাবে না এমন নয়। 

সেটিরিজিন একটি ওটিসি (OTC- over the counter) মেডিসিন যা চিকিৎসকের নির্দেশনা ছাড়াই সেবন করা যায়। তবে একটানা দীর্ঘদিন ধরে সেবন করার প্রয়োজন হলে সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

সেটিরিজিন এর পার্শ্বপ্রতিক্রিয়া 

সেটিরিজিন‌ সেবন‌ করার ফলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। তবে ব্যক্তিভেদে পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণের তীব্রতা কম বেশি হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। সেটিরিজিন সেবনের ফলে সবচেয়ে কমন যে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখা যায় তা হলোঃ 

  • ঘুম ঘুম ভাব
  • ক্লান্তি বোধ 
  • মাথাব্যথা
  • মুখ শুকিয়ে যাওয়া
  • পেট ব্যথা 
  • ডায়রিয়া
  • গলাব্যথা

সেটিরিজিন সেবন করার ফলে সাধারণত জটিল কোনো সমস্যার সৃষ্টি হয় না। তবে কারো ক্ষেত্রে ওষুধ সেবনের ফলে শ্বাসকষ্ট, হার্টবিট বেড়ে যাওয়া, মাথাঘোরা ইত্যাদি লক্ষণ দেখা দিলে ওষুধ সেবন বন্ধ রেখে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। 

অন্যান্য ওষুধের সাথে সেটিরিজিনের পারস্পরিক ক্রিয়াগুলি কি কি? 

Healthy Lungs

১. সেটিরিজিন ওষুধের সাথে অন্যান্য ওষুধের পারস্পরিক ক্রিয়া (Interactions) থাকতে পারে। যেমনঃ উদ্বিগ্নতা, বিষন্নতা বা ঘুমের ওষুধ সেবন করেন এমন ব্যক্তিদের জন্য সেটিরিজিন সেবনের ফলে অতিরিক্ত ঘুম ভাব ও স্নায়ুতন্ত্রের কার্যক্রম বিঘ্নিত হতে পারে। (Chavoustie, 2023)

২. অ্যাজমা বা হাঁপানি রোগীদের জন্য সেটিরিজিন সেবন করার ফলে ফুসফুসের কার্যক্রমে সমস্যা হতে পারে। এছাড়াও সেটিরিজিন সেবন করার সময় মদ্যপান করা যাবে না। এতে অতিরিক্ত ঘুম ভাব হতে পারে। 

সতর্কতা

যাদের ক্ষেত্রে সেটিরিজিন সেবনের ফলে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ নিজে নিজে এই ওষুধ সেবন করা যাবে না। একান্তই প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। 

  • মদ্যপান করেন এমন ব্যক্তি 
  • অ্যাজমা বা হাঁপানির রোগী 
  • কিডনি ফেইলুর এর রোগী 
  • মৃগী রোগে আক্রান্ত ব্যক্তি 
  • বিষন্নতায় আক্রান্ত ইত্যাদি 

সেটিরিজিন গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা কি নিরাপদ? 

গর্ভবতী নারীদের জন্য সেটিরিজিন সেবন‌ করা নিরাপদ হবে।‌ গর্ভাবস্থায় সেটিরিজিন সেবন করা হলে তা গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে এমন কোনো তথ্য এযাবৎকালের গবেষণায় দেখা যায়নি।

স্তন্যদানকারী মা সেটিরিজিন‌ সেবন করলে তা বুকের দুধের মাধ্যমে খুব সামান্য পরিমাণে শিশুর শরীরে প্রবাহিত হতে পারে। তবে এতে শিশুর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ স্তন্যদানকারী মায়েদের জন্য সেটিরিজিন‌ নিরাপদ একটি ওষুধ হিসেবে বিবেচিত হয়ে থাকে।  

কি কি নামে সেটিরিজিন পাওয়া যায়? 

যেসব নামে সেটিরিজিন ওষুধটি কিনতে পাওয়া যায় তা হলোঃ 

  • Acitrin®
  • Alargol®
  • Alater®
  • Alatrol®
  • Alermet®
  • Aletrin®
  • Allernil®
  • Arcet®
  • Asitrol®
  • Atrizin®
  • Bptrol®
  • Celozin®
  • Cetisoft® 
  • Cetizin®
  • Cetjet®
  • Cetrin®
  • Cetriz®
  • Cirizin®
  • Citin®
  • Etizin®
  • Noriz®
  • Nosemin®
  • Ontin®
  • Rhinil®
  • Rizin®
  • Trizin® 

সেটিরিজিন খুব কমন ব্যবহৃত একটি ওষুধ যা প্রায় সব ওষুধ কোম্পানি প্রস্তুত করে থাকে। ওষুধটি খুব সহজলভ্য যার প্রতিটি ১০ মিলিগ্রাম ট্যাবলেটের দাম কোম্পানি ভেদে ২ থেকে সর্বোচ্চ ৪ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর সিরাপ জাতীয় ওষুধের (৬০ মিলিলিটার বোতল) দাম ১৫ – ৩০ টাকা। 

এন্টিহিস্টামিন গোত্রের অনান্য ওষুধগুলো সম্পর্কে জানতে এই অনুচ্ছেদটি পড়ুন।  

References

Chavoustie, C. T. (2023, May 08). Cetirizine. Retrieved from healthline: https://www.healthline.com/health/drugs/cetirizine

National Health Service, UK. (2021, October 15). Cetirizine. Retrieved from NHS: https://www.nhs.uk/medicines/cetirizine/

Last Updated on November 19, 2023