জীবনে কখনো এলার্জির সমস্যায় ভোগেন নাই এমন মানুষের সংখ্যা খুব কম রয়েছে। এলার্জি স্থায়ীভাবে নির্মূল করার তেমন কোনো চিকিৎসা পদ্ধতি না থাকলেও এলার্জি নিরাময়ের জন্য নানাবিধ ঔষধ সেবন এবং ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এই অনুচ্ছেদে এলার্জি দূর করার উপায়, এলার্জি ঔষধ এর নাম, ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, ঘরোয়া পদ্ধতি সমূহ এবং এলার্জি জাতীয় খাবার তালিকা নিয়ে আলোচনা করা হয়েছে।   

এলার্জি নির্ণয় 

এলার্জি নিরাময়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে শরীরের অবস্থা সম্পর্কে অবগত হয়ে সেই মোতাবেক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা উত্তম। এলার্জি নির্ণয়ের জন্য কমন যেসব পরীক্ষা করা হয়ে থাকে তা হলোঃ (Cleveland Clinic, 2022)

রক্ত পরীক্ষা

রক্তে শ্বেত রক্ত কণিকার একটি উপাদান ইসোনোফিল (Eosinophil) স্বাভাবিকের (৫০০ প্রতি মাইক্রোলিটারে) তুলনায় বেশি কিনা তা জানা। 

Serum IgE

রক্তে ‘ইমিউনো গ্লোবিউল ই’ এর মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকলে এলার্জি হয়। IgE এর স্বাভাবিক মাত্রা হলো বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ 100 IU/mL পর্যন্ত আর প্রাপ্তবয়স্কদের জন্য 150 থেকে সর্বোচ্চ 300 IU/mL পর্যন্ত। 

Skin prick টেস্ট

ত্বকের উপর বিভিন্ন এলার্জেন উপাদান দিয়ে সেই উপাদানের প্রতি শরীরে এলার্জিক রিয়েকশন হয় কিনা তা পর্যবেক্ষণ করা। এই পদ্ধতির মাধ্যমে আপনার জন্য কোন কোন এলার্জেন উপাদান বা খাবার বর্জন করতে হবে সেই সম্পর্কে নিশ্চিত ভাবে জানা যায়। 

এলার্জি ঔষধ এর নাম 

এলার্জি নিরাময়ের জন্য প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ ছাড়াই এন্টিহিস্টামিন ঔষধ সেবন করা যেতে পারে। এলার্জেনের প্রতি ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়ার ফলে শরীরে হিস্টামিন তৈরি হয় যা এলার্জির লক্ষণ সৃষ্টি করে থাকে। এন্টি অর্থ হলো বিরুদ্ধ অর্থাৎ এন্টিহিস্টামিন ঔষধ সেবন করলে তা শরীরে হিস্টামিন নিয়ন্ত্রণের মাধ্যমে এলার্জি নিরাময় করে। এন্টিহিস্টামিন গোত্রের ঔষধ গুলো হলো Cetirizine, Loratadine, Fexofenadine যা বাজারে নিম্নলিখিত ব্রান্ড নামে কিনতে পাওয়া যায়। (MedEx, n.d.)

Cetirizine

  1. Acitrin (এসিআই)
  2. Alatrol (স্কয়ার)
  3. Atrizin (বেক্সিমকো)
  4. Cetizin (একমি)
  5. Cetrin (ড্রাগ ইন্টারন্যাশনাল)
  6. Citin (অপসোনিন)
  7. Nosemin (ইবনে সিনা)
  8. Ontin (এসকেএফ) 
  9. Rhinil (এরিস্টোফার্মা)
  10. Trizin (নাভানা) 

Loratadine

  1. Alaron (এসিআই)
  2. Alert (এপোলো)
  3. Cladin (আদ দ্বীন)
  4. Encilor (ইনসেপটা)
  5. Lora (অপসোনিন)
  6. Lorat (ড্রাগ ইন্টারন্যাশনাল)
  7. Loratin (স্কয়ার)
  8. Oradin (এসকেএফ)
  9. Orin (একমি)
  10. Silora (ইবনে সিনা)

Fexofenadine

  1. Alanin (একমি)
  2. Axodin (বেক্সিমকো)
  3. Axofen (এরিস্টোফার্মা)
  4. Dinafex (এসকেএফ)
  5. Fenadin (রেনাটা)
  6. Fenofex (ইনসেপ্টা)
  7. Fexo (স্কয়ার)
  8. Fexofast (ড্রাগ ইন্টারন্যাশনাল)

 

প্রাপ্তবয়স্ক মানুষের জন্য Cetirizine অথবা Loratadine ১০ মিগ্রা মাত্রায় দিনে একটি করে ট্যাবলেট খেতে হবে। এতে কাজ না হলে Fexofenadine দিনে একবার ১২০ মিগ্রা মাত্রায় সেবন করতে হবে। ছোট বাচ্চাদের জন্য কম মাত্রার ঔষধ অথবা চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। 

ওটিসি মেডিসিন দীর্ঘদিন সেবন করা যাবে না।‌ কিছুদিন ওটিসি মেডিসিন খেয়ে উপকার না হলে সেক্ষেত্রে একজন চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। এলার্জির জন্য এন্টি হিস্টামিন ছাড়াও চিকিৎসকেরা আরো যেসব ওষুধ ব্যবহার করেন তা হলোঃ

  • Decongestants
  • Nasal sprays
  • Nasal saline irrigation
  • এজমার ঔষধ
  • ইমিউন থেরাপি
  • স্টেরয়েড জাতীয় ঔষধ ইত্যাদি

এলার্জির ঔষধ বেশি খেলে কি হয়? 

এন্টিহিস্টামিন গোত্রের এলার্জির ঔষধ গুলো খাওয়ার ফলে ঘুম ঘুম ভাব হয় এবং শরীর দুর্বল লাগে। অন্যান্য ঔষধ বিশেষ করে স্টেরয়েড জাতীয় ঔষধ বেশি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যায়। আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া মানে শরীরে সহজেই রোগ জীবাণুর আক্রমণ হবে এবং একবার অসুস্থ হলে সেরে উঠতে বেশ সময় লাগবে। 

২০-২০-২০ ফর্মুলা সহ চোখের চুলকানি সম্পর্কে বিস্তারিত জানতে এই অনুচ্ছেদটি পড়ুন।

References

Cleveland Clinic. (2022, December 21). Allergies. Retrieved from Cleveland Clinic: https://my.clevelandclinic.org/health/diseases/8610-allergies

MedEx. (n.d.). Loratadine. Retrieved from DedEx:
https://medex.com.bd/generics/696/loratadine/brand-names

 

Last Updated on May 13, 2023

Was this article helpful?
YesNo