জীবনে কখনো এলার্জির সমস্যায় ভোগেন নাই এমন মানুষের সংখ্যা খুব কম রয়েছে। আমাদের কখনো না কখনো স্কিন, চোখ, বা নাকে এলার্জি হয়েছে। এলার্জি স্থায়ীভাবে নির্মূল করার তেমন কোনো চিকিৎসা পদ্ধতি না থাকলেও এলার্জি নিরাময়ের জন্য নানাবিধ ঔষধ সেবন এবং ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। যেহুত, পূর্বের অনুচ্ছেদে আমরা এলার্জি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এই অনুচ্ছেদে এলার্জি ঔষধ এর নাম এবং ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে।
Table of Contents
এলার্জির জন্য কোন ঔষধ ভালো হয়?
এলার্জি নিরাময়ের জন্য প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ ছাড়াই এন্টিহিস্টামিন ঔষধ সেবন করা যেতে পারে। এলার্জেনের প্রতি ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়ার ফলে শরীরে হিস্টামিন তৈরি হয় যা এলার্জির লক্ষণ সৃষ্টি করে থাকে। এন্টি অর্থ হলো বিরুদ্ধ অর্থাৎ এন্টিহিস্টামিন ঔষধ সেবন করলে তা শরীরে হিস্টামিন নিয়ন্ত্রণের মাধ্যমে এলার্জি নিরাময় করে। স্কিন, চোখ, ও ত্বকের এলার্জির ঔষধগুলো সাধারনত এই এন্টিহিস্টামিন ঔষধ ই।
এন্টিহিস্টামিন গোত্রের ঔষধ গুলো হলো Cetirizine, Loratadine, Fexofenadine যা বাজারে নিম্নলিখিত ব্রান্ড নামে কিনতে পাওয়া যায়। (MedEx, n.d.)
Cetirizine
- Acitrin (এসিট্রিন – এসিআই)
- Alatrol (এ্যালাট্রোল – স্কয়ার)
- Atrizin (এট্রিজিন – বেক্সিমকো)
- Cetizin (সেটিজিন – একমি)
- Cetrin (সেট্রিন – ড্রাগ ইন্টারন্যাশনাল)
- Citin (সিটিন – অপসোনিন)
- Nosemin (নোসেমিন ট্যাবলেট – ইবনে সিনা)
- Ontin (অনটিন – এসকেএফ)
- Rhinil (রাইনিল – এরিস্টোফার্মা)
- Trizin (ট্রাইজিন – নাভানা)
Loratadine
- Alaron (এসিআই)
- Alert (এপোলো)
- Cladin (আদ দ্বীন)
- Encilor (ইনসেপটা)
- Lora (লোরা – অপসোনিন)
- Lorat (লোরাট – ড্রাগ ইন্টারন্যাশনাল)
- Loratin (লোরাটিন – স্কয়ার)
- Oradin (ওরাডিন – এসকেএফ)
- Orin (অরিন – একমি)
- Silora (সিলোরা – ইবনে সিনা)
Fexofenadine
- Alanil (এলানিল – একমি)
- Axodin (এক্সোডিন – বেক্সিমকো)
- Axofen (এক্সোফেন – এরিস্টোফার্মা)
- Dinafex (ডিনাফেক্স – এসকেএফ)
- Fenadin (ফেনাডিন – রেনাটা)
- Fenofex (ফেনোফেক্স – ইনসেপ্টা)
- Fexo (ফেক্সো – স্কয়ার)
- Fexofast (ফেক্সোফাস্ট – ড্রাগ ইন্টারন্যাশনাল)
প্রাপ্তবয়স্ক মানুষের জন্য Cetirizine অথবা Loratadine ১০ মিগ্রা মাত্রায় দিনে একটি করে ট্যাবলেট খেতে হবে। এতে কাজ না হলে Fexofenadine দিনে একবার ১২০ মিগ্রা মাত্রায় সেবন করতে হবে। ছোট বাচ্চাদের জন্য কম মাত্রার ঔষধ অথবা চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।
ওটিসি মেডিসিন দীর্ঘদিন সেবন করা যাবে না। কিছুদিন ওটিসি মেডিসিন খেয়ে উপকার না হলে সেক্ষেত্রে একজন চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। এলার্জির জন্য এন্টি হিস্টামিন ছাড়াও চিকিৎসকেরা আরো যেসব ওষুধ ব্যবহার করেন তা হলোঃ
- Decongestants
- Nasal sprays
- Nasal saline irrigation
- এজমার ঔষধ
- ইমিউন থেরাপি
লোকাল অ্যান্টিহিস্টামিন ও লোকাল স্টেরয়েড ওষুধগুলো ত্বকের এলার্জির জন্য অনেক উপকারি। এই ওষুধগুলো চুলকানি, লালভাব, এবং প্রদাহ কমাতে সাহায্য করে।
এলার্জির ঔষধ বেশি খেলে কি হয়?
এন্টিহিস্টামিন গোত্রের এলার্জির ঔষধ গুলো খাওয়ার ফলে ঘুম ঘুম ভাব হয় এবং শরীর দুর্বল লাগে। অন্যান্য ঔষধ বিশেষ করে স্টেরয়েড জাতীয় ঔষধ বেশি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যায়। আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া মানে শরীরে সহজেই রোগ জীবাণুর আক্রমণ হবে এবং একবার অসুস্থ হলে সেরে উঠতে বেশ সময় লাগবে।
২০-২০-২০ ফর্মুলা সহ চোখের চুলকানি সম্পর্কে বিস্তারিত জানতে এই অনুচ্ছেদটি পড়ুন।
Last Updated on December 23, 2023
Leave A Comment