নিস্টাটিন হলো একটি ছত্রাকবিরোধী ওষুধ। বাজারে নিস্টাটিন ওষুধটি কয়েকভাবে কিনতে পাওয়া যায় যেমন অয়েন্টমেন্ট, ক্রীম, লিকুইড সাসপেনশন, ইত্যাদি। আজ আমরা কথা বলবো ফাঙ্গাল সংক্রমণে নিস্টাটিন ক্রিম বা অয়েন্টমেন্ট এর ব্যবহার ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে। 

নিস্টাটিন ক্রিম কি?

নিস্টাটিন ক্রীম একটি বহুল ব্যবহৃত এন্টিফাঙ্গাল বা ছত্রাক বিরোধী ওষুধ। এই ক্রিমটি সাধারণত ক্যানডিডা নামক একটি ইস্ট এর বিরুদ্ধে কাজ করে। ইস্ট হলো এক ধরণের ছত্রাক। ক্যানডিডা নামক ইস্ট দ্বারা সংক্রমণ হলে একে বলা হয় ক্যানডিডিয়াসিস। সাধারণত ত্বকের উপরিভাগে, বগলে, মুখের ভিতরে এবং যৌনাঙ্গে ও স্তনের ভাঁজে ক্যানডিডিয়াসিস হলে নিস্টাটিন ক্রীম বা অয়েন্টমেন্ট ব্যবহার করা হয়। (Dietrich, Carris, & Panavelil, 2015)

ক্যানডিডা সংক্রমণ আগের চাইতে অনেক বেশি ওষুধ-প্রতিরোধী হয়ে গেছে বলে এখন নিস্টাটিন ক্রীম একক ভাবে তেমন ব্যবহার হয় না। অর্থাৎ ওষুধ কোম্পানিগুলো নিস্টাটিন ওষুধটির সাথে আরও দুই-একটি ওষুধ একত্রে মিশিয়ে ক্রীম হিসেবে বাজারজাত করে থাকে। 

নিস্টাটিন ক্রীম বা অয়েন্টমেন্ট এখন আর এককভাবে তৈরি হয় না। শুধু একমি ফার্মাসিউটিক্যালস NYSTAT® নামে একটি অয়েন্টমেন্ট তৈরি করতো। এখন কোম্পানিটি Nystat® এর পরিবর্তে Nystat Plus® (Nystatin+Chlorhexidine Hydrochloride) তৈরি করে। 

নিস্টাটিন ক্রিম কোন রোগে ব্যবহার করা উচিত?

ক্যানডিডা নামক ইস্ট এর দ্বারা সংক্রমণ হলে নিস্টাটিন ক্রীম বা অয়েন্টমেন্টটি ব্যবহার করা হয়। তবে ক্যানডিডা নামক ইস্টটি খুবই নিরীহ প্রকৃতির ছত্রাক। সাধারণত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এবং যারা ডায়াবেটিস রোগে ভুগছেন অথবা যারা দীর্ঘদিন এন্টিবায়োটিক ব্যবহার করছেন তাদের ক্যানডিডা দ্বারা সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। এইডস এর রোগীদেরও ক্যানডিডা ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। (Tortora, Funke & Case, 2016)

নারীদের যৌনাঙ্গের একটি চেনা রোগ ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন বা ক্যানডিডিয়াসিস। এই রোগে নিস্টাটিন ক্রীম বা অয়েন্টমেন্ট ব্যবহার করা হয়। 

তাছাড়া শরীরের অন্য কোথাও যেমন বগল, কুঁচকি, উরু সন্ধি বা পায়ুপথের বাইরে সংক্রমণ হলেও নিস্টাটিন ক্রীম বা অয়েন্টমেন্টটি ব্যবহার করা হয়। 

নিস্টাটিন ক্রীম বা অয়েন্টমেন্ট এর কিছু পরিচিত নাম 

নিস্টাটিন ওষুধটি নিচের কয়েকটি ডোজ বা ফর্মে পাওয়া যায়ঃ 

  • Nystat Plus® (Nystatin+Chlorhexidine Hydrochloride) – ক্রীম হিসেবে পাওয়া যায় 
  • Fungistat®, Monaco® (Nystatin+Triamcinolone+Neomycin+Gramicidin) – ক্রীম এবং অয়েন্টমেন্ট হিসেবে পাওয়া যায়। 
  • Aclobet-N®, Clovate N ®, Dermasol-N® (Nystatin+Clobetasol Propionate+Neomycin Sulphate) – ক্রীম এবং অয়েন্টমেন্ট হিসেবে পাওয়া যায়। 

কিভাবে নিস্টাটিন ক্রিম ব্যবহার করা উচিত?

ওষুধটি ব্যবহার করার জন্য নিচের নিয়মগুলো মেনে চলুনঃ 

১। দুই হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। 

২। শরীরের যেসব স্থানে আক্রান্ত হয়েছে সেসব স্থানও ভালো ভাবে ধুয়ে নিতে হবে। 

২। তারপর একটি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে। 

৩। তারপর নিস্টাটিন ক্রিম বা অয়েন্টমেন্ট আঙ্গুলে নিয়ে পাতলা করে লাগাতে হবে।

“নিস্টাটিন ক্রীম বা অয়েন্টমেন্ট শুধু বাহ্যিক ব্যবহারের জন্য অনুমোদিত অর্থাৎ এটি শুধু শরীরের চামড়ায় ব্যবহার করা যাবে। ” 

নিস্টাটিন ক্রিম ব্যবহার করার সময় কি লক্ষ রাখা উচিত?

নিস্টাটিন ক্রীম ব্যবহার করার সময় কিছু জিনিস লক্ষ রাখা উচিত যেমনঃ 

১। এটি শুধু ক্যানডিডা ইস্ট দ্বারা সংঘটিত ক্যানডিডিয়াসিস এর বিরুদ্ধে কাজ করে। টিনিয়া ইনফেকশনে নিস্টাটিন ক্রীম কাজ করে না। 

২। এটি শুধু একজন ব্যবহার করা ভালো। কেননা একের অধিক ব্যক্তি ব্যবহার করলে অন্য ব্যক্তির শরীরে সংক্রমিত হতে পারে। 

৩। কুঁচকি বা ঊরুসন্ধিতে ক্রিম ব্যবহারের পর আন্ডার গার্মেন্টস পরিধান করা উচিত নয়। 

নিস্টাটিন ক্রিম ব্যবহারে কি ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে?

নিস্টাটিন ক্রীম বা অয়েন্টমেন্ট ব্যবহারের স্থানে সাময়িক জ্বালা পোড়া অনুভূত হতে পারে। 

নিস্টাটিন ক্রিম কোথায় রাখা উচিত?

নিস্টাটিন ক্রীম আলো থেকে দূরে, শিশুদের নাগালের বাইরে ঠাণ্ডা যায়গায় রাখা উচিত (তবে রেফ্রিজারেটরে নয়) । 

Reference

Dietrich, E., Carris, N., & Panavelil, T. A. (2015). Anti-inflammatory, Antipyretic, and Analgesic Agents. In K. Whalen (Ed.), Lippincott Illustrated Reviews: Pharmacology, Sixth Edition (pp. 410-411). Wolters Kluwer.

Tortora, G. J., Funke, B. R., & Case, C. L. (2016). Microbiology: An Introduction, 12th ed. (pp. 330, 596). Pearson.

Last Updated on April 5, 2023