চোখের মধ্যে প্রাকৃতিক ভাবেই লেন্স থাকে যা আলোর প্রতিসরণের মাধ্যমে দেখার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো কারণ বশত এই লেন্স অস্বচ্ছ বা ঘোলাটে হয়ে গেলে তাকে চোখে ছানি পড়া (Cataract) বলে। এই অনুচ্ছেদে চোখে ছানি পড়ার কারণ, লক্ষণ, ছানির চিকিৎসা, অপারেশন পরবর্তী নির্দেশনা এবং ছানি প্রতিরোধে করণীয় বিষয়াবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Table of Contents
চোখে ছানি পড়ার কারণ
চোখে ছানি পড়ার সবচেয়ে কমন কারণ হলো বয়স বৃদ্ধি। বয়স বাড়ার সাথে সাথে লেন্সে থাকা প্রোটিন ও ফাইবার ভেঙ্গে আস্তে আস্তে লেন্স ঘোলাটে হতে থাকে। সাধারণত ৪০ বছর বয়সের পর থেকে এমনটা শুরু হয়। তবে বয়স জনিত কারণ ছাড়াও আরো কতিপয় বিষয়কে চোখে ছানি পড়ার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেমনঃ (Mayoclinic, 2022)
- ছানি রোগের পারিবারিক ইতিহাস
- চোখে আঘাত লাগা বা সার্জারি
- ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ
- শরীরের অতিরিক্ত ওজন (স্থূলতা)
- ধুমপান ও মদ্যপানের অভ্যাস
- চোখে অতিরিক্ত সূর্যের আলো লাগা
- দীর্ঘদিন যাবত স্টেরোয়েড জাতীয় ঔষধ সেবন করা
চোখে ছানি পড়ার লক্ষণ
বয়স জনিত ছানি খুব ধীর গতিতে বাড়তে থাকে এবং শুরুর দিকে তেমন কোনো লক্ষণ বোঝা যায় না। তবে ছানি বাড়তে থাকলে লক্ষণ স্পষ্ট হতে শুরু করে। বয়স জনিত ছানি ব্যতীত অন্যান্য ক্ষেত্রে ছানি খুব দ্রুত বাড়ে এবং শীঘ্রই লক্ষণ প্রকাশ পায়। ছানির লক্ষণ গুলো হলোঃ
- চোখে কম দেখা বিশেষ করে রাতের বেলায় দেখতে খুব সমস্যা হয়
- লেন্স ঘোলাটে হয়ে যায় আর তাই সবকিছু দেখতে ঝাঁপসা মনে হয়
- আলোতে গেলে চোখে অসহ্য লাগে বা পানি পড়ে
- একই জিনিস একাধিক দেখা
উল্লেখিত লক্ষণগুলো সহ দৃষ্টি জনিত যেকোনো সমস্যা হলে একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক পর্যবেক্ষণ করে বুঝতে পারবেন যে চোখে ছানি হয়েছে কিনা।
চোখের ছানি দূর করার ড্রপ
চোখে ছানি পড়লে কোনো ড্রপ ব্যবহারের মাধ্যমে ছানি ভালো হয়ে যায় না। অর্থাৎ, চোখের লেন্স একবার অস্বচ্ছ হয়ে গেলে সার্জারির মাধ্যমে পরিবর্তন করে কৃত্রিম নতুন লেন্স সংযোজন করাই হলো ছানির একমাত্র চিকিৎসা। তবে ছানি অপারেশনের পর ব্যথা, প্রদাহ, শুষ্কতা ইত্যাদি দূর করতে এবং চোখের প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্য কিছুদিন চিকিৎসকের নির্দেশনা মোতাবেক ড্রপ ব্যবহার করতে হয়।
চোখের ছানি অপারেশন খরচ কত?
চোখে ছানি অপারেশন খুব জটিল প্রকৃতির নয় বরং বাংলাদেশের সরকারি বেসরকারি সকল চক্ষু হাসপাতালে ছানির অপারেশন করা হয়ে থাকে। ছানি অপারেশনের বিভিন্ন পদ্ধতি রয়েছে যার মধ্যে সবচেয়ে আধুনিক হলো ফ্যাকোসার্জারি। সাধারণ পদ্ধতির অপারেশনের তুলনায় ফ্যাকোসার্জারিতে খরচ কিছুটা বেশি হয়ে থাকে। এই পদ্ধতির বেশ কিছু সুবিধা রয়েছে। যেমনঃ খুব ছোট ছিদ্র করে অপারেশন সম্পন্ন করা হয়, রক্তক্ষরণ হয় না এবং খুব দ্রুত সেরে উঠে।
ছানি অপারেশন লেন্সের দাম
সাধারণত ছানি অপারেশন কৃত্রিম লেন্সের দাম ২ হাজার থেকে শুরু করে ১৫ হাজার পর্যন্ত হয়ে থাকে। অর্থনৈতিক সমস্যা না থাকলে ভালো মানের দামী লেন্স ব্যবহার করা উত্তম। কারণ, তাতে পরবর্তীতে লেন্স ঘোলাটে হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে।
উল্লেখ্য, অনেক সময় বিভিন্ন কোম্পানি স্পন্সর হয়ে অথবা দাতব্য প্রতিষ্ঠানের উদ্যোগে আমাদের দেশে চোখে ছানি অপারেশনের ক্যাম্পেইন হয়ে থাকে। যেখানে নামমাত্র মূল্যে অথবা একদম ফ্রিতে ছানি অপারেশন করা হয় যা দরিদ্র মানুষদের জন্য খুব উপকারী ভূমিকা রাখে।
চোখের ছানি অপারেশনের পর করণীয়
চোখে ছানি অপারেশন করার পর কয়েক সপ্তাহ পর্যন্ত বিশ্রামে থাকতে হবে যেন চোখ খুব দ্রুত সেরে উঠে এবং কোনো জটিলতার সৃষ্টি না হয়। এই সময়ে যেসব নিয়ম মেনে চলতে হবে তা হলোঃ ( Cleveland Clinic, 2022)
- ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর চোখে ড্রপ ব্যবহার করতে হবে
- সানগ্লাস/কালো চশমা পড়তে হবে
- চোখে পানি লাগানো যাবে না
- ধোঁয়া, ধুলা, ময়লা ইত্যাদি চোখে যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে
- ডায়াবেটিস রোগীদের জন্য রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরী
- ভারী জিনিস উঠানো থেকে বিরত থাকতে হবে
- উপুড় হয়ে থাকা যাবে না
মনে রাখবেন, চোখে অস্বস্তিবোধ হলেও কখনো চোখ ডলাডলি করা যাবে না। তবে চোখে প্রচন্ড ব্যথা, লাল হয়ে যাওয়া, দেখতে না পাওয়া ইত্যাদি সমস্যা হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
চোখের ছানি দূর করার ঘরোয়া উপায়
চোখে ছানি পড়লে কোনো ঘরোয়া পদ্ধতি অবলম্বনের মাধ্যমে ছানি কমানো বা দূর করা যায় না। তবে সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে যেন চোখে ছানি না পড়ে সেজন্য নিচে উল্লেখিত বিষয়গুলো মেনে চলা সহায়ক ভূমিকা পালন করতে পারে। যেমনঃ (Mayoclinic, 2022)
- নিয়মিত চোখের ডাক্তারের কাছে যাওয়া এবং চোখ পরীক্ষা করা বিশেষ করে ৪০ বছরের পর থেকে অবশ্যই ডাক্তার দেখানো উচিত
- ধুমপান বর্জন করতে হবে
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে
- বেশি বেশি ফলমূল ও শাকসবজি খেতে হবে। কারণ, এগুলোর মধ্যে ভিটামিন, মিনারেলস ও এন্টি অক্সিডেন্ট রয়েছে যা
- চোখে ছানি প্রতিরোধে সাহায্য করে
- অতিরিক্ত সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করতে হবে।
References
Cleveland Clinic. (2022, April 27). Cataracts. Retrieved from Cleveland Clinic:
https://my.clevelandclinic.org/health/diseases/8589-cataracts
Mayoclinic. (2022, September 13). Cataract. Retrieved from Mayoclinic:
https://www.mayoclinic.org/diseases-conditions/cataracts/symptoms-causes/syc-20353790#:~:text=A%20cataract%20is%20a%20cloudy,the%20film%20in%20a%20camera.
Last Updated on April 15, 2023
Leave A Comment