ব্রণের সবচেয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি হলো লেজার ট্রিটমেন্ট যা আমাদের দেশেই ব্যবস্থা রয়েছে। তবে সবধরনের ব্রণের জন্য লেজার ট্রিটমেন্ট করানোর প্রয়োজন নেই। বরং কখন এবং কোন ধরনের ব্রণের জন্য লেজার ট্রিটমেন্ট করতে হবে সেই বিষয়ে সঠিক জ্ঞান থাকা জরুরী।

এই অনুচ্ছেদে ব্রণের চিকিৎসায় লেজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অর্থাৎ ব্রণের জন্য লেজার ট্রিটমেন্ট কখন দরকার, কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে, চিকিৎসার জন্য প্রস্তুতি, খরচ এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। 

ব্রণের দাগের জন্য লেজার চিকিৎসা

যেকোনো ধরনের ব্রণের দাগের জন্য লেজার ট্রিটমেন্ট প্রয়োজন নেই। বরং অধিকাংশ ক্ষেত্রেই ব্রণের দাগ সময়ের সাথে সাথে এমনিতেই ভালো হয়ে যায়।‌ এর জন্য কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন (ত্বকের যত্ন নেওয়া) এবং সঠিক লাইফস্টাইল মেনে চলা জরুরী। যেমনঃ স্বাস্থ্যকর খাবার গ্রহণ, পর্যাপ্ত পানি পান করা, পর্যাপ্ত ঘুমানো, ধুমপান বর্জন করা, রোদে যাওয়ার জন্য সানস্ক্রিন ব্যবহার করা ইত্যাদি।  

ত্বকের যত্ন এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে ব্রণের দাগ নিরাময় না হলে চর্মরোগ বিশেষজ্ঞের (ডার্মাটোলজিস্ট) শরণাপন্ন হয়ে ত্বকে বাহ্যিকভাবে ক্রিম‌ ব্যবহার এবং এন্টি-বায়োটিক সেবনের মাধ্যমে উপকার পাওয়া যেতে পারে। এছাড়াও তীব্র প্রকৃতির ব্রণের জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ রয়েছে। 

কোনো পদ্ধতিতেই ভালো ফলাফল পাওয়া না গেলে লেজার ট্রিটমেন্টের কথা ভাবা যেতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরে ত্বকে ব্রণের দাগ এবং গভীর ক্ষত হলে সেক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট নেওয়া উত্তম।  

ব্রণের দাগ দূর করতে লেজার ট্রিটমেন্ট নেওয়ার জন্য চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে। চিকিৎসক যদি অবস্থা বিবেচনায় লেজার ট্রিটমেন্ট নেওয়া ভালো হবে বলে পরামর্শ প্রদান করেন তবেই লেজার ট্রিটমেন্ট নিতে হবে। অন্যথায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য চিকিৎসা ব্যবস্থা যেগুলো রয়েছে সেগুলো (ক্রিম‌, এন্টি-বায়োটিক বা স্টেরয়েড) গ্রহণ করতে হবে।

লেজার ট্রিটমেন্ট কিভাবে কাজ করে? 

লেজার হলো একধরনের লাইট বা আলো। অর্থাৎ বিশেষ প্রযুক্তির মাধ্যমে একধরনের আলোকরশ্মি ব্যবহার করে যে চিকিৎসা দেওয়া হয় তাকে লেজার ট্রিটমেন্ট বলা হয়।

লেজার ট্রিটমেন্ট একটি নিরাপদ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি যা ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে পারে।

ব্রণের ক্ষেত্রে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে ত্বকের উপরিভাগের ক্ষতিগ্রস্ত স্তর দূর হয়। এর মাধ্যমে দাগ দূর হয়ে যায় এবং নতুন কোষ গজাতে সহায়তা করে। যার ফলে ত্বক মসৃণ ও কোমল হয়ে উঠে। এছাড়াও লেজার ট্রিটমেন্ট ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ দূর করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। উল্লেখ্য, ব্যাকটেরিয়ার সংক্রমণ ব্রণ হওয়ার অন্যতম প্রধান কারণ।

লেজার ট্রিটমেন্টের ধরন বা পদ্ধতিগুলো হলো অ্যাবলেটিভ (Ablative) লেজার, নন-অ্যাবলেটিভ (non-ablative) লেজার ও ফ্র্যাকশনেড (Fractionated) লেজার। আপনার ক্ষেত্রে কোন পদ্ধতি সবচেয়ে ভালো কার্যকরী হবে সেটা ত্বকের অবস্থা বিবেচনায় চিকিৎসক নির্ধারণ করবেন।

যেসব ক্ষেত্রে লেজার চিকিৎসা করা যায়?

যেকোনো স্থানের ব্রণের দাগের জন্য (মুখ, গলা, বাহু, পিঠ ও ঘাড়) লেজার ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে। 

শুধু ব্রণের জন্য নয় বরং ত্বকের আরো বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট কার্যকরী ভূমিকা রাখতে পারে। যেমনঃ ত্বকের বলিরেখা দূর করা, বয়সের ছাপ কমানো, মুখের অবাঞ্ছিত লোম দূর করা, মেছতা বা তিল অপসারণ ইত্যাদি।  

লেজার ট্রিটমেন্টের খরচ কত?

লেজার ট্রিটমেন্টের খরচ তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ ব্রণের অন্যান্য চিকিৎসা ব্যবস্থার (ক্রিম, ওষুধ বা স্টেরয়েড) তুলনায় লেজার ট্রিটমেন্টের খরচ বেশি হয়ে থাকে।

ব্রণের দাগ দূর করার জন্য একাধিক সেশন লেজার ট্রিটমেন্ট নিতে হয়। অর্থাৎ একবার নিলেই হবে না বরং নির্দিষ্ট সময় (সপ্তাহ বা মাস) পর পর কয়েকটি সেশন নেওয়ার মাধ্যমে লেজার ট্রিটমেন্ট সম্পন্ন হয়ে থাকে।

সাধারণত ৫ থেকে ৬টি সেশনের প্রয়োজন হয়। তবে রোগী ভেদে এবং ব্রণের দাগ ও গভীরতা অনুযায়ী সেশনের পরিমাণ আরো কম বা বেশি লাগতে পারে। 

সাধারণত প্রতি সেশনের খরচ ৫ থেকে ৮ হাজার হয়ে থাকে। অর্থাৎ কমপ্লিট লেজার ট্রিটমেন্টের জন্য ৩০ থেকে ৪০ হাজার টাকা লাগবে। প্রতিষ্ঠানের মানভেদে খরচের পরিমাণ কম-বেশি হতে পারে।

ঝুঁকি এবং পার্শ্বপ্রতিক্রিয়া 

লেজার অত্যন্ত নিরাপদ হওয়া সত্ত্বেও অন্য সকল চিকিৎসা পদ্ধতির মতোই এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। লেজার ট্রিটমেন্টের পদ্ধতি, ত্বকের ধরন, চিকিৎসকের দক্ষতা ইত্যাদি অনুযায়ী পার্শ্বপ্রতিক্রিয়ার তীব্রতা কম-বেশি হয়ে থাকে। 

লেজার ট্রিটমেন্টের তেমন কোনো জটিল স্বাস্থ্য ঝুঁকি নেই। তবে কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। যেমনঃ 

  • ত্বকে ফোলাভাব 
  • ত্বক লাল হয়ে যাওয়া 
  • লেজার ট্রিটমেন্টের স্থানে ব্যথা 
  • পুড়ে যাওয়ার মতো অস্থায়ী দাগ

অধিকাংশ লক্ষণ (পার্শ্বপ্রতিক্রিয়া) অস্থায়ী অর্থাৎ অল্প কয়েকদিনের মধ্যেই ভালো হয়ে যায়। তবে কারো ক্ষেত্রে এলার্জি বা জটিল কোনো লক্ষণ (ইনফেকশন বা পুঁজ হওয়া, জ্বর এবং ত্বকের ফোলাভাব বাড়তে থাকা) দেখা দিলে সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। (Watson, 2019)

চিকিৎসার জন্য প্রস্তুতি 

ব্রণের দাগ দূর করার ক্ষেত্রে লেজার চিকিৎসা নেওয়ার জন্য মনস্থির করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে হবে। 

যেহেতু লেজার ট্রিটমেন্ট ব্যয়বহুল চিকিৎসা, তাই খরচের ব্যাপারে বিস্তারিত জেনে প্রস্তুতি নিতে হবে।  

অসম্পূর্ণভাবে জানা, সিদ্ধান্তহীনতায় ভোগা বা অর্থনৈতিক সমস্যার ফলে যেন অসম্পূর্ণ লেজার ট্রিটমেন্ট নেওয়া না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রয়োজনীয় সবগুলো সেশন নিতে হবে, একটা নিয়েই বাদ দেওয়া যাবে না। কারণ অসম্পূর্ণ চিকিৎসায় কোনো ফলাফল আশা করা যায় না।  

লেজার ট্রিটমেন্ট পূর্ববর্তী ও পরবর্তীতে স্বাস্থ্য বিষয়ক যেসব নিয়ম মেনে চলতে হবে তা হলোঃ (Illumia Medical, 2021)  

  • নিয়মিত কোনো ওষুধ সেবন করলে সেই বিষয়ে চিকিৎসককে আগেই জানাতে হবে। 
  • ব্রণ দূর করার জন্য ক্রিম (বিশেষত Retinol সমৃদ্ধ ক্রিম) ব্যবহার করা যাবে না। 
  • ধুমপান থেকে বিরত থাকতে হবে। 
  • অতিরিক্ত রোদে যাওয়া যাবে না। 
  • সানস্ক্রিন ব্যবহার করতে হবে। 
  • অপরিষ্কার হাতে ত্বক স্পর্শ করা যাবে না এবং নখ দিয়ে ত্বকে খোঁচাখুঁচি করা যাবে না।  
  • লেজার ট্রিটমেন্ট পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ক্রিম ব্যবহার করা যাবে না।  

শেষ কথা 

ব্রণের দাগ দূর করার ক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারে। তবে সবধরনের দাগ দূর করার জন্য লেজারের প্রয়োজন পড়ে না, বরং শুধুমাত্র জটিল ক্ষেত্রে (দীর্ঘমেয়াদী দাগ বা গভীর ক্ষত) লেজার ট্রিটমেন্ট নেওয়া উচিত। 

লেজার ট্রিটমেন্ট তুলনামূলক ব্যয়বহুল হয়ে থাকে। ভালো ফলাফল পাওয়ার জন্য একজন বিশেষজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হয়ে লেজার ট্রিটমেন্ট নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। 

Bibliography

Illumia Medical. (2021, August 13). ACNE SCAR TREATMENTS PRE- AND POST-TREATMENT CARE AND WHY IT’S IMPORTANT. Retrieved from Illumia Medical: https://www.illumiamedical.com/acne-scar-removal-treatment-care/

Watson, K. (2019, October 17). Everything You Want to Know About Laser Treatment for Acne Scars. Retrieved from healthline: https://www.healthline.com/health/beauty-skin-care/laser-treatment-for-acne-scars

Last Updated on January 7, 2024