ব্রণ খুব কমন একটি স্বাস্থ্য সমস্যা যা সৌন্দর্যহানির কারণ হয়ে দাঁড়ায়। ব্রণ দূর করার নানাবিধ পদ্ধতি রয়েছে যার মধ্যে একটি হলো স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ ক্রিম, সানস্ক্রিন বা ফেসওয়াশ ব্যবহার করা। 

ব্রণের অনেকগুলো ধরন রয়েছে যার মধ্যে কোন ধরনের ব্রণের ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড কার্যকরী ভূমিকা রাখতে পারে তা এই অনুচ্ছেদের আলোচনার মূল বিষয়বস্তু। এছাড়াও স্যালিসাইলিক অ্যাসিড ব্রণ দূর করার ক্ষেত্রে কিভাবে কাজ করে, ডোজ বা মাত্রা, ব্যবহারের নিয়মনীতি এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানতে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

স্যালিসাইলিক অ্যাসিড কি ব্রণের চিকিৎসার জন্য সাহায্য করতে পারে?

আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি (AAD) এর তথ্য অনুযায়ী, চার ধরনের ব্রণ নিরাময়ের ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ পণ্য ব্যবহার করা উপকারী ভূমিকা রাখতে পারে। (Sissons, 2021) 

হোয়াইট হেডস (Whiteheads)

হোয়াইট হেডস হলো সবচেয়ে কমন ও মৃদু প্রকৃতির ব্রণ যা খুব ছোট আকারের লাল বা সাদা বর্ণের হয়ে থাকে। এক্ষেত্রে প্রদাহ হয় না অর্থাৎ ব্যথা ও ফোলাভাব দেখা যায় না।

ব্ল্যাক হেডস (Blackheads) 

blackheads 1

ব্ল্যাক হেডস ধরনের ব্রণ দেখতে ত্বকের উপরে কালো ময়লা জমে আছে বলে মনে হয়। হোয়াইট হেডস এর মতোই এক্ষেত্রে প্রদাহ হয় না অর্থাৎ ব্যথা ও ফোলাভাব থাকে না।

Papules

প্রদাহজনিত কারণে হেয়ার ফলিকল বন্ধ হয়ে Papules জাতীয় ব্রণ হয়ে থাকে। লাল বর্ণের হয় এবং আকারে খুব ছোট হয়ে থাকে যার ব্যাস ১ সেন্টিমিটারের কম। ব্যথা হয়, তবে ব্রণের ভেতর পুঁজ থাকে না। 

Pustules 

প্রদাহজনিত ব্রণ এবং এক্ষেত্রে ব্যথার সাথে ব্রণের ভেতর পুঁজ থাকে। অর্থাৎ প্রদাহ হয় এবং পুঁজ থাকে। 

উল্লেখ্য ব্রণ মোট ছয় ধরনের হয়ে থাকে। যার মধ্যে Nodules ও Cysts এর ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড কার্যকরী ভূমিকা রাখতে পারে না। 

Nodules ও Cysts হলো তীব্র প্রকৃতির ব্রণ যার জন্য চর্মরোগ বিশেষজ্ঞের নির্দেশনা অনুযায়ী এন্টি-বায়োটিক ওষুধ সেবন করা, স্টেরয়েড জাতীয় ইনজেকশন নেওয়া বা ক্রিম ব্যবহার করা সহ সার্জারির (ডার্মাটো সার্জারি) প্রয়োজন হতে পারে।  

স্যালিসাইলিক অ্যাসিড ব্রণের উপর কিভাবে কাজ করে?

স্যালিসাইলিক অ্যাসিড ব্রণ নিরাময় এবং ব্রণ হওয়ার প্রবণতা বা ঝুঁকি হ্রাস করে। স্যালিসাইলিক অ্যাসিড কিভাবে কাজ করে তা বুঝতে হলে ব্রণ হওয়ার কারণ সম্পর্কে জানতে হবে।

ত্বকের হেয়ার ফলিকল বন্ধ হয়ে ব্রণ সৃষ্টি হয়। হেয়ার ফলিকলের পাশে সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে অতিরিক্ত সেবাম নিঃসরণ হয়ে বা ত্বকের মৃত কোষ জমে হেয়ার ফলিকল বন্ধ হয়ে যায়। 

স্যালিসাইলিক অ্যাসিড হেয়ার ফলিকলের বন্ধ হয়ে যাওয়া মুখ খুলতে সাহায্য করে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় সেবাম নিঃসরণ নিয়ন্ত্রণের মাধ্যমে ব্রণ হওয়ার ঝুঁকি কমায়। 

স্যালিসাইলিক অ্যাসিডের কোন ফর্ম এবং ডোজ ব্রণের জন্য রেকমেন্ড করা হয়?

স্যালিসাইলিক অ্যাসিড ক্রিম (Ointment) বা লোশন হিসেবে আমাদের দেশের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তৈরি ও বাজারজাত করে থাকেন যা নিচে উল্লেখিত নামে কিনতে পাওয়া যায়। (MedEx)

  • Keranil®
  • Kerasol FCL®
  • Salicid®
  • Salidex®

ব্রণের জন্য স্যালিসাইলিক অ্যাসিডের ২% মাত্রা বা ডোজের ক্রিম ব্যবহার করতে হবে। 

এছাড়াও স্যালিসাইলিক অ্যাসিড এর ১২% ও ৬% মাত্রার ক্রিম কিনতে পাওয়া যায় যা বিভিন্ন জটিল চর্মরোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। 

স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ ক্রিম ব্যবহারের নিয়ম

ব্রণ দূর করার জন্য স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ ক্রিম (অবশ্যই ২% মাত্রার ক্রিম) প্রথম সপ্তাহে দৈনিক ১ বার করে ব্যবহার করতে হবে। দ্বিতীয় সপ্তাহ থেকে দৈনিক ২ থেকে সর্বোচ্চ ৩ বার ব্যবহার করা যাবে। 

পরিমাণমতো ক্রিম পরিষ্কার হাতের তালুতে নিয়ে বা আঙ্গুলের সাহায্যে ব্রণের স্থানে লাগাতে হবে। ৫ মিনিট লাগিয়ে রাখার পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। 

স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ ক্রিম ওটিসি (OTC- Over the counter) মেডিসিনের অন্তর্ভুক্ত নয়,‌ অর্থাৎ চিকিৎসকের নির্দেশনা ব্যতীত এই জাতীয় ক্রিম ব্যবহার করা যাবে না।‌ এছাড়াও দুই বছরের কম বয়সী শিশুদের জন্য স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ ক্রিম উপযুক্ত নয়।

স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ ফেসওয়াশ ও সানস্ক্রিন 

ব্রণ নিরাময় এবং ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করার জন্য ক্রিম ছাড়াও স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ ফেসওয়াশ ও সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। এই ধরনের পণ্য বাজারে অহরহ কিনতে পাওয়া যায় যা ভালো মানের কোম্পানি এবং স্যালিসাইলিক অ্যাসিডের মাত্রা ২% বা তার চেয়ে কম দেখে কিনতে হবে। 

ফেসওয়াশ ও সানস্ক্রিন প্যাকেটের গায়ে বর্ণিত নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। তবে দীর্ঘদিন ধরে ব্যবহার করার জন্য চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

স্যালিসাইলিক অ্যাসিডের কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? 

স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ ক্রিম ব্যবহারের ফলে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে তা হলোঃ 

  • ত্বকে জ্বালাপোড়া 
  • ত্বক শুষ্ক হয়ে যাওয়া 
  • ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হওয়া 

ত্বকের সংবেদনশীলতা অনুযায়ী ব্যক্তিভেদে পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণ মৃদু থেকে তীব্রতর হয়ে থাকে। যাদের ত্বক রুক্ষ প্রকৃতির এবং ক্রিম ব্যবহারের ফলে যাদের ক্ষেত্রে তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় তাদের জন্য স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ ক্রিম ব্যবহার করা উচিত হবে না। 

ক্রিম ব্যবহারের সময় যেন তা চোখ, মুখ ও নাকের ভেতর প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও ক্রিম ব্যবহারের ফলে এলার্জিক রিয়েকশন (ত্বক ফুলে যাওয়া, চুলকানি, র‌্যাশ হওয়া, শ্বাসকষ্ট ইত্যাদি) দেখা দিলে ক্রিম ব্যবহার বন্ধ রেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

শেষ কথা

স্যালিসাইলিক অ্যাসিড ব্রণের সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে পারে। তবে একজন চর্মরোগ বিশেষজ্ঞের (ডার্মাটোলজিস্ট) পরামর্শ অনুযায়ী স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ ক্রিম, ফেসওয়াশ ও সানস্ক্রিন ব্যবহার করতে হবে যেন সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় এবং পার্শ্বপ্রতিক্রিয়া না হয়।

ব্রণ নিরাময় ও ব্রণ হওয়ার ঝুঁকি কমাতে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে।‌ যেমনঃ 

  • নখ দিয়ে ব্রণের স্থানে খোঁচাখুঁচি করা যাবে না। এতে ব্রণের অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। 
  • অতিরিক্ত মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। 
  • পর্যাপ্ত পানি পান করতে হবে। গ্রিন টি পান করা ত্বকের যত্নে উপকারী ভূমিকা পালন করে।‌ 
  • ফাইবার সমৃদ্ধ খাবার, ফলমূল, শাকসবজি, বাদাম, মাছ ইত্যাদি খাওয়ার অভ্যাস বাড়াতে হবে।
  • ধুমপান ও মদ্যপান বর্জন সহ ফাস্টফুড, কোমল পানীয়, চিপস, দুগ্ধজাত খাবার, মিষ্টিজাতীয় খাবার ইত্যাদি খাওয়ার অভ্যাস কমাতে হবে।

গ্রিন টি খাওয়ার উপকারিতা এবং খাওয়ার সঠিক নিয়ম জানতে এই অনুচ্ছেদটি পড়ুন। 

Bibliography

MedEx. (n.d.). Kerasol FCL. Retrieved from MedEx: https://medex.com.bd/brands/33165/kerasol-fcl-2-lotion

Sissons, B. (2021, March 30). Is salicylic acid good for acne? Retrieved from Medical News Today: https://www.medicalnewstoday.com/articles/salicylic-acid-for-acne

Last Updated on January 7, 2024